‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’ স্লোগান সামনে রেখে পদ্মার পানি ন্যায্য বণ্টন দাবিতে সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিএনপি।
বুধবার (০৫ নভেম্বর) বিকেল ৩টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান মিয়া। তিনি বলেন, ‘পদ্মা নদী কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবনরেখা। এ নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার পানির ন্যায্য বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি; থাকব।’
প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী মো. হারুনুর রশীদ। তিনি বলেন, ‘পদ্মা আমাদের মায়ের মতো। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। একতরফা পানি বণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের এ আন্দোলন শান্তিপূর্ণ; কিন্তু দৃঢ়-ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক তসিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

6 hours ago
11









English (US) ·