চসিক কার্যালয় পরিদর্শনে চীনের উহু সিটির মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যালয় পরিদর্শন করেছেন চীনের আনহুই প্রদেশের উহু সিটির মেয়র শু ঝি। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে পরিদর্শনে আসেন তিনি। এ সময় তার সঙ্গে উহু শহর ও শিল্প খাতের উচ্চপদস্থ প্রশাসনিক প্রতিনিধি এবং প্রযুক্তি ও বিনিয়োগ খাতের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চসিকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত তৈয়ব।
সভায় শু ঝি বলেন, উহু সিটি দ্রুত শিল্পায়নের কারণে চীনের শীর্ষ ৪০ শহরের মধ্যে রয়েছে। নতুন এনার্জি যান, অটোমোবাইল, জাহাজ নির্মাণ, বন্দর প্রযুক্তি এবং ভারী শিল্পে উহু সিটির সমৃদ্ধ অভিজ্ঞতা আছে। চট্টগ্রামকে বাংলাদেশের কৌশলগত অর্থনৈতিক কেন্দ্র হিসেবে উল্লেখ করে তিনি এসব খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, চেরি অটোমোবাইলসহ আন্তর্জাতিক বড় কোম্পানিগুলো বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যালয় পরিদর্শন করেছেন চীনের আনহুই প্রদেশের উহু সিটির মেয়র শু ঝি। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে পরিদর্শনে আসেন তিনি। এ সময় তার সঙ্গে উহু শহর ও শিল্প খাতের উচ্চপদস্থ প্রশাসনিক প্রতিনিধি এবং প্রযুক্তি ও বিনিয়োগ খাতের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চসিকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত তৈয়ব।
সভায় শু ঝি বলেন, উহু সিটি দ্রুত শিল্পায়নের কারণে চীনের শীর্ষ ৪০ শহরের মধ্যে রয়েছে। নতুন এনার্জি যান, অটোমোবাইল, জাহাজ নির্মাণ, বন্দর প্রযুক্তি এবং ভারী শিল্পে উহু সিটির সমৃদ্ধ অভিজ্ঞতা আছে। চট্টগ্রামকে বাংলাদেশের কৌশলগত অর্থনৈতিক কেন্দ্র হিসেবে উল্লেখ করে তিনি এসব খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, চেরি অটোমোবাইলসহ আন্তর্জাতিক বড় কোম্পানিগুলো বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে। চট্টগ্রামের বন্দরকেন্দ্রিক অবস্থান এবং দক্ষ মানবসম্পদ বিবেচনায় এখানে অটোমোবাইল অ্যাসেম্বলি প্ল্যান্ট, প্রযুক্তি গবেষণা এবং স্মার্ট লজিস্টিক অবকাঠামো স্থাপনের সুযোগ রয়েছে। জাহাজ নির্মাণ শিল্পে যৌথ উদ্যোগ ও প্রযুক্তি সহায়তার আগ্রহও ব্যক্ত করেন তিনি।
চসিকের সচিব আশরাফুল আমিন বলেন, মেয়র ডা. শাহাদাত হোসেন নগরের শিল্প ও বন্দরসংলগ্ন যোগাযোগ উন্নয়নে কাজ করছেন। উহুর প্রতিষ্ঠানগুলো চট্টগ্রামে বিনিয়োগ করলে দুই দেশই উপকৃত হবে।