চসিকের সাবেক মেয়র মহিউদ্দিনের কবরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ৩
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দীন চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি জানাতে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নগরীর দুই নম্বর গেটের চশমাহিল এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন- মো. আজমগীর (২৬), জুনাইদ রশিদ ফারদিন (১৯) ও নাজমুল ইসলাম (১৯)। তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। পুলিশ জানায়, আসামিরা সরকার ও জনসাধারণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। তবে পরিবারের দাবি, তারা প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে কবরে ফুল দিতে যাচ্ছিল। আটক মো. আজমগীরের চাচাতো ভাই মো. করিম কালবেলাকে বলেন, তারা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকীতে কবরে ফুল দিতে যাচ্ছিল। পুলিশ তাদের ফুলসহ আটক করে সন্ত্রাসবিরোধী আইনে আসামি দেখিয়েছে। এখন দেখছি মৃত মানুষের কবরেও শ্রদ্ধা জ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দীন চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি জানাতে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নগরীর দুই নম্বর গেটের চশমাহিল এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- মো. আজমগীর (২৬), জুনাইদ রশিদ ফারদিন (১৯) ও নাজমুল ইসলাম (১৯)। তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
পুলিশ জানায়, আসামিরা সরকার ও জনসাধারণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। তবে পরিবারের দাবি, তারা প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে কবরে ফুল দিতে যাচ্ছিল।
আটক মো. আজমগীরের চাচাতো ভাই মো. করিম কালবেলাকে বলেন, তারা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকীতে কবরে ফুল দিতে যাচ্ছিল। পুলিশ তাদের ফুলসহ আটক করে সন্ত্রাসবিরোধী আইনে আসামি দেখিয়েছে। এখন দেখছি মৃত মানুষের কবরেও শ্রদ্ধা জানানো যাবে না।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান কালবেলাকে বলেন, তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
What's Your Reaction?