চা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নামের এক চা বিক্রেতাকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।  এর‌ আগে, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোডের ইয়াকুবনগর লইট্টাঘাটা শাহজালাল ইবাদত খানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন আনোয়ারা উপজেলার শুয়া বাপের বাড়ি এলাকার বিনু বৈদ্যের ছেলে রুবেল বৈদ্য (৩১) ও পটিয়া উপজেলার দক্ষিণ রতননাথের ছেলে মালিয়ারা এলাকার রাজু নাথ (৩৮)। র‌্যাব জানায়, গত ২৮ নভেম্বর রাতে ইসমাইল সাইকেল চালিয়ে লালদিঘি এলাকা থেকে ফিরিঙ্গি বাজারের দিকে যাচ্ছিলেন। জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালি মোড়মুখী সড়কে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার ইয়াকুবনগর লইট্টাঘাটা শাহজালাল ইবাদত খানার সামনে

চা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নামের এক চা বিক্রেতাকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে র‌্যাব। 

এর‌ আগে, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোডের ইয়াকুবনগর লইট্টাঘাটা শাহজালাল ইবাদত খানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন আনোয়ারা উপজেলার শুয়া বাপের বাড়ি এলাকার বিনু বৈদ্যের ছেলে রুবেল বৈদ্য (৩১) ও পটিয়া উপজেলার দক্ষিণ রতননাথের ছেলে মালিয়ারা এলাকার রাজু নাথ (৩৮)।

র‌্যাব জানায়, গত ২৮ নভেম্বর রাতে ইসমাইল সাইকেল চালিয়ে লালদিঘি এলাকা থেকে ফিরিঙ্গি বাজারের দিকে যাচ্ছিলেন। জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালি মোড়মুখী সড়কে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার ইয়াকুবনগর লইট্টাঘাটা শাহজালাল ইবাদত খানার সামনে থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃতে দুটি অস্ত্র, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow