চাঁদপুরে অর্ধশত গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা

3 months ago 8

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শুক্রবার (৬ জুন) চাঁদপুরের অর্ধশত গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামাত হয়। এতে ঈমামতি করেন দরবারের পির জাকারিয়া চৌধুরী আল মাদানি।

অপরদিকে সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসায় সকাল ৯টায় নামাজের ঈমামতি করেন সাদ্রা দরবার শরিফের পির মাওলানা আরিফ চৌধুরী।

আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ১৯২৮ সালে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের নিয়ম চালু করেন সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরী। প্রায় ৯৬ বছর আগে এ প্রথা চালু হয়। আর এখন অর্ধশত গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ একদিন আগে ঈদ উদযাপন করেন।

যেসব গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপন হয়েছে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ প্রায় অর্ধশত গ্রাম।

চাঁদপুরে অর্ধশত গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা

গোপালগঞ্জ থেকে প্রথমবারের মতো চাঁদপুরে আগাম ঈদ করতে আসা মুসল্লি সাইফ বলেন, আমি সাদ্রা দরবার শরিফে এই প্রথম ঈদের নামাজ আদায় করেছি। আমার এখানে এসে ভালোই লাগছে।

স্থানীয় যুবক রাসেল বলেন, বৃহস্পতিবার দিনটি ছিল সারা পৃথিবীর জন্য আরাফার দিন। যা বাংলাদেশের জন্য বা অন্য কোনো দেশের জন্য আলাদা নয়। যেমন কেয়ামত সারা দুনিয়ায় একদিনেই হবে। সে হিসেবে গতকাল ছিল আরাফার দিন, আর আজ ঈদুল আজহার দিন। সেই কারণে আমরা ঈদ পালন করছি।

হাজীগঞ্জ সাদ্রা দরবার শলিফের পির জাকারিয়া চৌধুরী আল মাদানি বলেন, আজকে যে ঈদের দিন, তার জ্বলন্ত প্রমাণ গতকাল আরাফার দিন ছিল। আর আজকে শুক্রবারই হচ্ছে কোরবানির প্রথম দিন। হজের পরে কোরবানি করা, সেই হিসেবে আমরা ঈদ পালন করছি।

শরীফুল ইসলাম/জেডএইচ/এএসএম

Read Entire Article