চাঁদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

2 weeks ago 18

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মো. রফিকুল ইসলাম খান নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

রফিকুল ইসলাম সদর উপজেলা আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রালদিয়া গ্রামের আনোয়ার খান বাড়ির প্রয়াত কলমতর খানের ছেলে।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও মারধরের ঘটনায় গত ১৮ অক্টোবর চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন শহরের ক্লাবরোড এলাকার বাসিন্দা ইমান হোসেন খানের ছেলে আল-আমিন হোসেন। ওই মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীকে প্রধান আসামি করা হয়। এছাড়াও ১১০ জনকে নামীয় এবং ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ওপর হামলার ঘটনায় আসামি রফিক জড়িত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে তাকে ওই ঘটনার আসামি হিসেবে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

এমএসআই/এমআইএইচএস

Read Entire Article