চাঁদপুরের শাহরাস্তিতে মেহের গোদা খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঠাকুর বাজার এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে দুটি ভবন ভেঙে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, ঠাকুর বাজারের মাঝ দিয়ে প্রবাহিত মেহের গোদা খালের দুই পাড় দখল করে স্থানীয় কিছু ব্যবসায়ী ভবন নির্মাণ করে ব্যবসা করছিলেন। সম্প্রতি পৌর এলাকার বিভিন্ন খালের পানি প্রবাহ নিশ্চিত করতে শুরু হয় উচ্ছেদ অভিযান। এরই ধারাবাহিকতায় ঠাকুর বাজারে আনোয়ার হোসেন লিটনের মালিকানাধীন ‘আমানিয়া হোটেল’ নামে দ্বিতল ভবন ও আমীর হোসেন গাজীর মালিকানাধীন একতলা ভবন অপসারণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, ভবন মালিকদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সাড়া না দেওয়ায় প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শরীফুল ইসলাম/এএইচ/এমএস