চাঁদপুরে দিনমজুরকে গলা কেটে হত্যা

4 hours ago 7

চাঁদপুর শাহরাস্তিতে প্রতিবেশীর বাড়ির ছাদে দিনমজুর মো. আলমগীরকে (৩৫) জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটা ছুরি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের প্রবাসী আবুল হোসেন মানিকের বিল্ডিংয়ের ছাদে এ ঘটনা ঘটেছে।

নিহত আলমগীর হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আলমগীর হোসেন গাড়ি চালাতো। 

বিল্ডিংয়ের মালিক প্রবাসীর স্ত্রী খোদেজা বেগম জানান, আমার দেবর নজরুল হোসেন শিপনের মাধ্যমে বিষয়টি জানতে পারি। সে হঠাৎ চিৎকার করে জানায় বাসার ছাদে চোর এসেছে। তার আমরা গিয়ে এ দৃশ্য দেখি। 

তিনি বলেন, এ সময় বাসায় ছাদের গেট বন্ধ ছিল, ছাদে ওঠার বিকল্প কোনো পথ ছিল না। তবে গাছ দিয়ে বাসার ছাদে উঠা যায় বলে ধারণা করছেন তারা।

শাহরাস্তি মডেল থানা পুলিশ এ ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান, হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।
 

Read Entire Article