চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলে আটক

2 hours ago 6

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় প্রজনন রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অভিযোগে ১২ জেলেকে আটক করেছে নৌপুলিশ।

তাদের মধ্যে চারজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড, পাঁচজনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম ইকবাল এসব তথ্য নিশ্চিত করেন।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- একরাম মোল্লা (১৮), নাজমুল হাসান (২০), শহর আলী (১৯) ও জুম্মান হাওলাদার (১৯)। নিয়মিত মামলার আসামিরা হলেন- রাজু সৈয়াল (২২), মো. মাইনুদ্দিন (৩৮), মো. কাশেম বকাউল (৪৫), মো. আলমগীর গাজী (২৪), মো. মুছা কালিমুল্লাহ (২৫)। মুচলেকা রেখে ছেড়ে দেওয়া কিশোর জেলেরা হলেন- মো. সাকিব সৈয়াল (১৫), মো. হাবিব সৈয়াল (১৬) ও মো. নাইম হোসেন (১৩)।

নৌপুলিশ জানায়, টাস্কফোর্সের সহযোগিতায় নৌপুলিশ বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দেড় লাখ মিটার কারেন্ট জাল, ৪২ কেজি মা ইলিশ ও তিনটি পুরোনো মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম ইকবাল বলেন, জব্দকৃত নৌকা ও কারেন্ট জাল মামলার আলামত হিসেবে রয়েছে। জব্দকৃত ইলিশ মাছ গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

শরীফুল ইসলাম/ইএ

Read Entire Article