চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামে এক প্রবাসীর বাড়ীর ছাদ থেকে আলমগীর হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে ওই গ্রামের ছোলাইমান মাস্টারের বাড়ির সৌদি প্রবাসী আবুল হোসাইন মানিকের ঘরের ছাদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আলমগীর হোসেন ওই গ্রামের নতুন বাড়ির মৃত মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি পেশায় ভটভটি চালক ও মাইকম্যান ছিলেন।
প্রবাসী মানিকের স্ত্রী খোদেজা বেগম জানান, ওই বাড়ির সদস্য শিপন এশার নামাজ আদায় করে ফেরার সময় বাড়ির ছাদে কারও উপস্থিতি টের পেয়ে তাদের জানান। এরপর তারা ছাদে গিয়ে আলমগীরকে এলোপাতাড়ি জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
- আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, সহকর্মীদের বিক্ষোভে রণক্ষেত্র মহাসড়ক
জুলাই গণ-অভ্যুত্থানে সহিংসতায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার
খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে যায় শাহরাস্তি থানা পুলিশ। ঘটনাস্থল থেকে একটি মাঝারি আকারের ধারালো ছুরি পাওয়া গেছে। মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করেন শাহরাস্তি ওঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র হালদার।
নিহত আলমগীরের আত্মীয় মো. জাহিদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হই এবং ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানানো হয়। এরপরই পুলিশ ঘটনাস্থলে আসে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকোর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
শরীফুল ইসলাম/কেএসআর