চাঁদপুরে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ

1 hour ago 5

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে চাঁদপুরের মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

জেলার প্রতিটি মণ্ডপে চলছে সাজসজ্জা, আলো-ঝলমলে পরিবেশ তৈরির কর্মযজ্ঞ, আর পূজারির কণ্ঠে বেজে উঠছে ভক্তিমূলক সুর। প্রতিমা শিল্পীদের দক্ষ হাতে প্রতিমায় ফুটে উঠেছে সৃজনশৈলী ও ঐতিহ্যের মেলবন্ধন।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ভক্তদের মাঝে উৎসবমুখর আমেজ বিরাজ করছে। সবার অংশগ্রহণ ও মিলনমেলায় পরিণত হয় এই উৎসব।

এদিকে মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও আয়োজক কমিটির পক্ষ থেকে থাকবে স্বেচ্ছাসেবকরা।

অভিজিৎ নামের এক সনাতন ধর্মাবলম্বী বলেন, অন্যসব উৎসব থেকে দুর্গোৎসব অন্যতম। এই উৎসবকে ঘিরে আমাদের ব্যাপক আয়োজন থাকে। আমাদের প্রতিমা ও সাজ-সজ্জার কাজ প্রায় শেষ। এখন শুধু উৎসবের পালা।

তিনি আরও বলেন, পরিবার-পরিজন নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াবো। এ বছর যাতে উৎসবটি খুব সুন্দর মতো শেষ হয় তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

চাঁদপুরে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ

ফরিদপুর জেলার প্রতিমাশিল্পী গোবিন্দ পাল বলেন, দুর্গাপূজা এলে আমাদের কাজের চাপ অনেক বেড়ে যায়। গত কয়েকদিন ধরে দিন-রাত এক করে আমরা কাজ করছি। তবে এই পেশায় কদর কমে যাওয়ায় অনেকেই এখন আর এই পেশায় আসে না। যার কারণে আমরা দুই তিনজন কয়েকটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ করছি।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ বলেন, এ বছর জেলায় মোট ২২৪টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। পূজার সার্বিক নিরাপত্তায় মণ্ডপে মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, আনসার সদস্যরা নিয়োজিত থাকবে। আমাদের রাজনৈতিক নেতারা সার্বিকভাবে সহযোগিতা করছেন। তারপরও আমাদের নিজেদের কমিটির স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে।

র‍্যাব-১১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছি। পূজা চলাকালীন কোনো ধরনের নাশকতা, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। স্থানীয় প্রশাসন, আয়োজক কমিটি এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। চাঁদপুরের জন্য দুইটি টহল টিম কাজ করবে। এছাড়া দুপুর থেকে রাত পর্যন্ত পোশাক ও সিভিলে আমাদের সদস্যরা দায়িত্ব পালন করবেন।

শরীফুল ইসলাম/এমএন/এএসএম

Read Entire Article