চাঁদপুরের হাজীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার রান্ধুনীমুড়া পশ্চিম পাড়া ও পূর্ব পাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। রাত দশটা থেকে রাত ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
সংঘর্ষে জড়িত কয়েকজন জানান, পৌরসভাধীন রান্ধুনীমুড়া এলাকায় ডিগ্রি কলেজ মাঠে সোমবার (৩১ মার্চ) বিকেলে এক জুনিয়র ছেলে তার সিনিয়রের সামনে সিগারেট ধরায়। এ ঘটনায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছি। পরে মঙ্গলবার দুই ওয়ার্ডের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন।
প্রথমে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে না পারলে পরে যৌথবাহিনী রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দীন ফারুক বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।