চাঁদপুরে ২০ মামলার আসামি গ্রেপ্তার

1 week ago 9

চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ২০ মামলার পলাতক আসামি মো. রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার গালিম খাঁ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. রাসেল মিয়া উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাসেল মিয়াজিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ২০টি মামলা রয়েছে। আসামি রাসেল একটি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Read Entire Article