চাঁদা দাবি করে হুমকি, নিরাপত্তা চান ব্যবসায়ী

1 week ago 16

হাজি মোহাম্মদ সামস। বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। ১৯৭৮ সাল থেকে বিদেশে ছিলেন। প্রবাস জীবন শেষ করে দেশে এসে ব্যবসায় মনোযোগ দেন। বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় পরিবারসহ বসবাস করেন।

একটি সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত চাঁদা দাবি করছে এবং চাঁদার টাকা না দিলে পুরো পরিবারের সদস্যসহ মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সামস বলেন, ২০২৪ সালের মার্চ থেকে নরসিংদীর পলাশে অবস্থিত শাহজালাল সার কারখানার মালামাল প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানি করে এমন প্রতিষ্ঠান উসরা কনস্ট্রাকশনে উপদেষ্টা হিসেবে কাজ শুরু করি। এরপর মানিক নামে স্থানীয় একজন কন্ট্রাক্টর নিয়োগ করি। মানিক শুধু শ্রমিক সরবরাহ করেন। এর কিছুদিন পর তৌহিদুল ইসলাম সিটু নামে আরেকজন মানিকের পরিবর্তে কাজ শুরু করে। তবে সিটুকে আমরা কখনোই নিয়োগ করি না। আমরা মানিককে নিয়োগ করেছি। মানিক সাব কন্ট্রাক্টর হিসেবে সিটুকে নিয়োগ করে থাকতে পারেন।

সামস বলেন, গত ৫ আগস্টের পর সিটু তাকে নানাভাবে হুমকি ধামকি দিতে থাকে। শ্রমিকদের দিয়ে নানাভাবে হয়রানি করতে থাকে। আকার ইঙ্গিতে বুঝায় যে, আমি যেন কোম্পানির কাজ ছেড়ে চলে যাই। আমি কাজ ছাড়লে তাদের বড় ধরনের লাভ হবে- এমন আশা তাদের।

এ ঘটনার পর সিটু ও মানিক মিলে অনবরত হুমকি দিতে থাকে। হুমকি সহ্য করে কাজ চালিয়ে যাচ্ছি। হুমকির বিষয়টি থানা পুলিশকে অবহিত করা আছে। এ সংক্রান্ত জিডিও রয়েছে।

পরিবারের নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন এই ব্যবসায়ী।

টিটি/এমআরএম/এএসএম

Read Entire Article