চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

কুড়িগ্রামের চিলমারীতে চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাদ্দামের নেতৃত্বে উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে অনুষ্ঠিত হয়।  সমাবেশে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।  যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাদ্দাম বলেন, ‘চিলমারীতে বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে দল তাকে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেবে না। বিএনপি একটি সুসংগঠিত ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের দলের নামে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সংগঠন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোত্তালেব নেতা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই। চিলমারীর মানুষ আতঙ্কে থাকবে এটা হতে দেওয়া যায় না। যে-ই হোক, চাঁ

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
কুড়িগ্রামের চিলমারীতে চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাদ্দামের নেতৃত্বে উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে অনুষ্ঠিত হয়।  সমাবেশে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।  যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাদ্দাম বলেন, ‘চিলমারীতে বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে দল তাকে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেবে না। বিএনপি একটি সুসংগঠিত ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের দলের নামে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সংগঠন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোত্তালেব নেতা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই। চিলমারীর মানুষ আতঙ্কে থাকবে এটা হতে দেওয়া যায় না। যে-ই হোক, চাঁদাবাজি করলে আমরা প্রশাসনকে সহযোগিতা করে তাকে আইনের আওতায় আনব।’ সদস্য সচিব আক্তারুজ্জামান বাবু বলেন, ‘চিলমারীতে কিছু অসাধু ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডে প্রকৃত বিএনপি জড়িত নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ বক্তারা আরও বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। তাই রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow