‘চাঁদাবাজির অভিযোগ’ ইস্যুতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ ঢাবি ছাত্রদলের

ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করে এই আলটিমেটাম দেয় শাখা ছাত্রদল। এসময় আজ রাত ৮টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিসমূহ বাস্তবায়ন না করলে অভিযুক্ত ডাকসু প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছে সংগঠনটি। এদিকে স্বারকলিপিতে বলা হয়েছে, সেপ্টেম্বরের ‘বিতর্কিত’ ডাকসু নির্বাচনের পর থেকে কিছু ডাকসু প্রতিনিধি প্রশাসনের কিছু কর্মকর্তা ও শিক্ষার্থীদের সহযোগিতায় চাঁদাবাজি ও দোকান উচ্ছেদের সিন্ডিকেট গঠন করেছে। এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও তারা রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে ভুয়া অভিযোগ ছড়িয়ে সহিংসতা তৈরি করার চেষ্টা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসের শান্তি ও শিক্ষার পরিবেশ রক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্বারকলিপিতে দুই দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:  ১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে

‘চাঁদাবাজির অভিযোগ’ ইস্যুতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ ঢাবি ছাত্রদলের

ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করে এই আলটিমেটাম দেয় শাখা ছাত্রদল।

এসময় আজ রাত ৮টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিসমূহ বাস্তবায়ন না করলে অভিযুক্ত ডাকসু প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছে সংগঠনটি।

এদিকে স্বারকলিপিতে বলা হয়েছে, সেপ্টেম্বরের ‘বিতর্কিত’ ডাকসু নির্বাচনের পর থেকে কিছু ডাকসু প্রতিনিধি প্রশাসনের কিছু কর্মকর্তা ও শিক্ষার্থীদের সহযোগিতায় চাঁদাবাজি ও দোকান উচ্ছেদের সিন্ডিকেট গঠন করেছে। এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও তারা রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে ভুয়া অভিযোগ ছড়িয়ে সহিংসতা তৈরি করার চেষ্টা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসের শান্তি ও শিক্ষার পরিবেশ রক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

স্বারকলিপিতে দুই দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো: 

১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে ক্ষুদ্র ব্যবসা ও দোকানপাট পরিচালনার নিয়ম-নীতির বিষয়ে স্পষ্ট বার্তা প্রদান করতে হবে ও তা যথাযথভাবে প্রচার করার ব্যবস্থা নিতে হবে; এবং

২. উত্থাপিত অভিযোগ অনুসারে চাঁদাবাজি এবং দোকান ভাঙচুর ও উচ্ছেদের সিন্ডিকেট সৃষ্টির সাঙ্গে বিতর্কিত ডাকসু প্রতিনিধি কিংবা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

স্মারকলিপি প্রদান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সাংবাদিকদের বলেন, দীর্ঘদিনের বহুল কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগের জন্য সারাদেশে যে উৎসবমুখর পরিবেশ এবং বিএনপির পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে সেটিকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে দীর্ঘদিনের একটি ঘটনাকে সামনে এনে চাঁদাবাজের তকমা দিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। 

তিনি বলেন, সেই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাৎক্ষণিকভাবে আমরা লিখিতভাবে অভিযোগ দিয়েছি এবং আমরা চেয়েছি এই ঘটনার সঙ্গে চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা আছে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ রাতের মধ্যে সেটি তদন্ত সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সেটি প্রকাশ করবে এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত সে যেই হোক না কেন, যত শক্তিধর হোক না কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা এটিও বলেছি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নেতা কিংবা কর্মী যদি কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো ঘটনার সঙ্গে জড়িত থাকে প্রয়োজনে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow