চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতাকে বহিষ্কার

3 months ago 65

সম্প্রতি চাঁদাবাজির অভিযোগ ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সংগঠক শাহরিয়ার সিকদার ও যুগ্ম সদস্য সচিব আবুল বাছির নাঈমের বিরুদ্ধে। এ অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৭ মে) প্ল্যাটফর্মটির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

শাহরিয়ার সিকদারের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টি ফোরে প্রকাশিত সংবাদ এবং চাঁদাবাজির অভিযোগে ডবলমুরিং থানায় আটক হওয়ার ঘটনায় শাহরিয়ার সিকদারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সংগঠক পদ থেকে বহিষ্কার করা হলো।

আরেক বিজ্ঞপ্তিতে আবুল বাছির নাঈমের বিষয়ে বলা হয়, বন্দর থানায় ব্যবসায়ীকে হেনস্তা করে চাঁদাবাজির অভিযোগে আবুল বাছির নাঈমকে বৈষম্যবিরোধী চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হলো।

এ ছাড়া একই দিনে আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্ল্যাটফর্মটির চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

Read Entire Article