জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে চব্বিশের শহীদরা প্রাণ দেননি। দোহাই লাগে এসব বন্ধ করুন। শহীদদের রক্ত যেন বৃথা না যায়। এসব করলে শহীদদের রক্তের অসম্মান হবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফেনীর ফুলগাজীর কালির হাটে শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারাতের পর তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন।
জেলার পরশুরামের বল্লারমুখ বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে শহীদ ইশতিয়াকের কবর জিয়ারত করেন জামায়াতের আমির। পরে শহীদ ইশতিয়াকের পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এর আগে তিনি ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার দেওয়া ঘর উদ্বোধন করেন।
বাঁধ মেরামত পরিদর্শন শেষে ফেরার পথে চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া উপহারের ঘর উদ্বোধন করবেন তিনি। পরে পরশুরাম বাজারে পথসভায় বক্তব্য রাখবেন। পথসভা শেষে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া তিনি বিকেল ৪টায় নোয়াখালী যাওয়ার পথে দাগনভূঞায় পথসভায় বক্তব্য রাখবেন।
তার সফর সঙ্গী হিসেবে আছেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানসহ জেলার অন্যান্য নেতারা।
আবদুল্লাহ আল-মামুন/এফএ/জেআইএম