চাঁদাবাজির মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

2 months ago 35

কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষক-কর্মচারীদের মারধর ও চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা শ্রী চন্দন কুমার সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রৌমারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার চন্দন কুমার সাহা রফুলবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

জানা গেছে, গত ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারধর, জখম, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন আব্দুল ওহাব মন্ডল নামের এক শিক্ষক। এতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের হুকুমে হামলা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। 

রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল হেলাল মাহমুদ কালবেলাকে বলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার শাহাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হবে।

Read Entire Article