চাঁদাবাজির মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

2 weeks ago 14

কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষক-কর্মচারীদের মারধর ও চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা হুমায়ুন রশিদ সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) সকাল ৮টায় আসামিকে কুড়িগাম আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়াইকান্দী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হুমায়ুন রশিদ সুজন উপজেলার শৌলমারী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক।

হুমায়ুন রশিদ সুজনের বাবা শফিউর রহমান বলেন, ছেলেকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলে ছাত্রলীগ করলেও কখনও রাজনীতির প্রভাব খাটিয়ে দুর্নীতি, চাঁদাবাজি এবং অন্যায় করেনি।

রৌমারী থানার ওসি মো. লৎফর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর রৌমারী থানায় মামলা দায়ের করেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ছাত্রলীগ নেতা হুমায়ুন রশিদ সুজনকে গ্রেপ্তার করা হয়।

Read Entire Article