চাঁদাবাজির সময় টাকাসহ হাতেনাতে আটক স্বেচ্ছাসেবক দল নেতা

2 months ago 7

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে হাবিবুর রহমান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হাতেনাতে আটক করেছে যৌথবাহিনী। এসময় তার কাছে ৫০ হাজার টাকা পাওয়া যায়।

শনিবার (২১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।

এর আগে শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ১১টার দিকে শহরের শাহপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতার হাবিবুর রহমান জামালপুর পৌর এলাকার শাহপুর মহল্লার স্থায়ী বাসিন্দা। তিনি জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য। এর আগেও কিছু অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলোচনায় এসেছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলামের কাছে কিছুদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন হাবিবুর রহমান। বিষয়টি নিয়ে নজরুল ইসলাম আতঙ্কিত হয়ে পড়েন এবং শেষমেশ জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পরই যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি দল এবং পুলিশের সদস্যরা যৌথভাবে শাহপুর এলাকায় অভিযান চালায়। এসময় হাবিবুর রহমানকে ঘটনাস্থল থেকে নগদ ৫০ হাজার টাকাসহ চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, ভুক্তভোগীর সরাসরি অভিযোগের ভিত্তিতে আমাদের পক্ষ থেকে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্ত হাবিবুর রহমানকে চাঁদাবাজির অর্থসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

জেডএইচ/জিকেএস

Read Entire Article