চাঁদাবাজিসহ নানা অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির মাইকিং

3 hours ago 4

বরগুনার বেতাগীতে চাঁদাবাজিসহ নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অপপ্রচারে সচেতনতামূলক মাইকিং বিএনপি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এ মাইকিং চলছে।

দলীয় একাধিক সূত্র জানায়, ৫ আগস্ট ছাত্র আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে একটি কুচক্রী মহল বিএনপির সম্মান ক্ষুণ্ণ করতে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালানো শুরু করেছে। বিএনপির নেতাকর্মীর নামে চাঁদাবাজির অভিযোগ দিচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। তবে জনসাধারণকে ভুল বুঝিয়ে এককভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর দায় চাপানো হচ্ছে। এ সব অপপ্রচার বন্ধ করতে ও জনসাধারণকে সচেতন করতে উপজেলা জুড়ে প্রচার মাইকিং করা হচ্ছে।

jagonews24

বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক জাগো নিউজকে বলেন, আওয়ামী লীগের দোসরা সক্রিয় হয়ে দেশকে অস্থিতিশীল করতে পায়তারা চালাচ্ছে। এ কারণে তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন বিশৃঙ্খলা করছে। এতে বিএনপিসহ নেতাকর্মীদের সম্মানহানি হচ্ছে। এসব অপপ্রচার ও চাঁদাবাজি বন্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে।

নুরুল আহাদ অনিক/আরএইচ/জেআইএম

Read Entire Article