চাঁদার টাকাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, অতঃপর...

1 month ago 8

মিরপুরে আওয়ামী লীগ নেতার পরিবারের ওপর হামলা চালিয়ে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে ছাত্রদলসহ চার নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ ও র‍্যাবের যৌথ দল।

ভুক্তভোগী জাহানারা ইসলাম (৫০) মিরপুর মডেল থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তিনি ও তার স্বামী সিরাজুল ইসলাম রনি রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুর এলাকার প্রতীক ভিলায় বসবাস করেন।

রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে মিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাবিদ আহমেদ আনোয়ার (৩৫), সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মিন্টু (৩৫), মো. রতন মিয়া (৩৪), মো. ইসমাইল হোসেন (২৪) এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জন তার বাসায় গিয়ে কলিং বেল বাজায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে আসামিরা বাসায় ঢুকে জাহানারা ইসলাম ও তার স্বামীকে জিম্মি করে।

তারা হুমকি দিয়ে বলেন, ‘তুই আওয়ামী লীগ করিস, ফ্যাসিস্ট সরকারের লোক, তোকে পুলিশ দিয়ে ধরাইয়া দিব।’ এরপর প্রাণনাশের ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

প্রথমে ভয়ে বাসায় রাখা ২০ হাজার টাকা তুলে দেন ভুক্তভোগীরা। এরপর ৪র্থ তলার এক প্রতিবেশীর কাছ থেকে তিন লাখ টাকা ধার নিয়ে আসামিদের দেন। তাতেও সন্তুষ্ট না হয়ে আরও টাকা দাবি করে সন্ত্রাসীরা।

পরবর্তীতে জাহানারা ইসলাম ও তার স্বামী বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা এবং ছেলে-মেয়ের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করে আসামিদের বিভিন্ন বিকাশ নাম্বারে পাঠান। এভাবে মোট পাঁচ লাখ টাকা আদায় করে রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত বাসায় অবস্থান করে ভয়ভীতি দেখায়।

এরপর বাসা থেকে বের হওয়ার সময় মিরপুর মডেল থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চাঁদাবাজির বিষয়টি স্বীকার করে। তাদের হেফাজত থেকে নগদ ১৬ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন কালবেলাকে বলেন, ‘আমরা আসামিদের চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছি। আসামি যে দলেরই হোক, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

এদিকে ঘটনার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল থেকে মঙ্গলবার (৮ জুলাই ) প্রেস বিজ্ঞপ্তি জারি করে অভিযুক্ত দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মিরপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মিন্টু এবং যুগ্ম আহ্বায়ক তাবিদ আহমেদ আনোয়ারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

এই নির্দেশনা দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।

Read Entire Article