চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে ঝলসে গেলো যুবকের মুখ

1 month ago 11

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে হাফিজুর রহমান সুরুজ (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেঁচিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সুরুজ ওই গ্রামের মৃত ভাদু শেখের ছেলে। ঘটনার পর থেকেই পরিবারের পুরুষ সদস্যরা পলাতক। ককটেল বিস্ফোরণের আলামতও পানি দিয়ে ধুয়ে-মুছে দিয়েছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, সুরুজ বেশ কয়েকটি ককটেল রোদে শুকানোর জন্য বাড়ির ছাদে ফেলে রাখেন। পরে ওইসব ককটেল তিনি সংরক্ষণের জন্য ব্যাগে করে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ককটেল বিস্ফোরিত হয়। এতে তার মুখ ঝলছে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় সুরুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে কীভাবে ককটেল বিস্ফোরণ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/বিএ

Read Entire Article