চাঁপাইনবাবগঞ্জে করোনা পরীক্ষা শুরু, ১৫ মিনিটে দেওয়া হচ্ছে রিপোর্ট

2 months ago 8

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে শুরু হয়েছে করোনা পরীক্ষা। শনিবার (২৮) সকালে হাসপাতালের নতুন ভবনে পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে ১২ জনের পরীক্ষা হয়। তবে তাদের সবার রেজাল্ট নেগেটিভ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কেউ হাসপাতালে ১০০ টাকা ফি দিয়ে করোনা পরীক্ষা করাতে পারবেন। মাত্র ১২-১৫ মিনিটের মধ্যে রিপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে। করোনা রোগীদের জন্য দুটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। এখানে নারী-পুরুষের জন্য পাঁচটি করে মোট ১০টি বেড রয়েছে। এছাড়া পর্যাপ্ত অক্সিজেনেরও ব্যবস্থা রয়েছে।

এর আগে ২০২১-২২ সালে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা। সে সময় এ জেলায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৬৪ রোগী। শনাক্তের সংখ্যা ছিল প্রায় ৭ হাজার। পরে করোনা সংক্রমণ কমে এলে বন্ধ করা হয় পরীক্ষা। সম্প্রতি সারাদেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ফের পরীক্ষা শুধু করে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোহান মাহমুদ/জেডএইচ/জেআইএম

Read Entire Article