চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সমাবেশে দুগ্রুপের মধ্যে হট্টগোল ও চেয়ার ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে নিত্যপণ্যের দাম কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিএনপির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে সমাবেশ শুরু হয়। এতে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ চলাকালে বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে মঞ্চে জেলা বিএনপির একটি পক্ষের নেতাদের উপস্থিত না থাকা ও বক্তব্য দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় তাদের সমর্থকরা মাঠেও উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। তখন একে অপরের দিকে চেয়ার ছুড়ে ও ভাঙচুর করে। এ সময় সমাবেশস্থল থেকে নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করে। মঞ্চের অন্য নেতারা নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। কিছুক্ষণের জন্য সমাবেশের স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল।
পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সমাবেশের প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন বলেন, আমি সেনাবাহিনীতে চাকরি করেছি। সারাজীবন সুশৃঙ্খল জীবন যাপন করেছি, কিন্তু আজকে যে ঘটনা ঘটল তা অপ্রত্যাশিত। আশা করব আগামীতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।
এ সময় তিনি সব ভেদাভেদ ভুলে গিয়ে নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। তিনি অন্তর্বর্তী সরকারকে কোনো ধরনের টালবাহানা না করার অনুরোধ জানিয়ে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান।
প্রধান অতিথি বক্তব্য দেওয়ার সময় সমাবেশস্থলের অদূরে বড় ইন্দারা মোড় এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।