চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

3 months ago 15

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আক্তারুজ্জামান (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (০৬ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.আব্দুল্লাহ আল মামুন আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউপির হাকিমপুর চুলংপাড়ার বাসিন্দা। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. রেজাউল করিম জানান, ২০২০ সালের ২৩ এপ্রিল রাত ৩টা ২০ মিনিটে নিজ বাড়িতে এক কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ আক্তারুজ্জামান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হন। 

ডিবির উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই অনুপ কুমার সরকার ২০২০ সালের ২৩ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Read Entire Article