চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

3 hours ago 5
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় নিহার কান্ত দাস (৩০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এক‌ইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ডের রায় দেন আদালত। মঙ্গলবার (০৪ মার্চ) বিকেল ৩টায় জেলা দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।  দণ্ডিত ব্যক্তি নিহার কান্ত দাস রাজশাহীর তানোর উপজেলার হিন্দুপাড়া (নালাপাড়ার) নিমাই কান্ত দাসের ছেলে।  রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ১২ আগস্ট দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুলমোড়ে ৭৭০ গ্রাম হেরোইনসহ নিহার কান্ত দাস র‌্যাবের হাতে ধরা পড়ে।  ওই দিন রাতে র‌্যাব-৫ এর উপসহকারী পরিচালক মোক্তার হোসেন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মো. ওসমান গণি গত ১৪ সেপ্টেম্বর ২০২১ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 
Read Entire Article