চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

2 hours ago 3

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হন আরও একজন।

বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলা মাঝপাড়ার তাজেবুর রহমানের ছেলে মিজানুর রহমান (২২) ও ধীনগর গ্রামের কামাল হোসেনের ছেলে শিহাব হোসেন (২০)। আহত আমনুরা কলোনির শফিকুল ইসলামের ছেলে ইমন আলী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে মোটরসাইকেলে করে তিন যুবক ঝিলিমবাজার থেকে গোদাগাড়ী যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি কালভার্টের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান মিজানুর। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিহাব।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস

Read Entire Article