চাকরি ছাড়লেন চেলসি কোচ মারেস্কা
ইংলিশ প্রিমিয়ার লিগ বছরের প্রথম দিনই হাজির হলো এক অঘটন নিয়ে। মৌসুমের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই ইংলিশ জায়ান্ট চেলসির কোচের পদ ছাড়লেন দলটিকে ক্লাব বিশ্বকাপ জেতানো কোচ এনজো মারেস্কা। লিগ টেবিলে দল যখন পঞ্চম স্থানে এবং মৌসুমের গুরুত্বপূর্ণ সময় সামনে—ঠিক তখনই ক্লাবের সঙ্গে পারস্পরিক সমঝোতায় দায়িত্ব ছাড়লেন এই ইতালিয়ান কোচ। ৪৫ বছর বয়সী মারেস্কা মাত্র ছয় মাস আগেই ক্লাব বিশ্বকাপ জিতিয়েছিলেন চেলসিকে। পাশাপাশি গত মৌসুমে নিয়ে গিয়েছিলেন টপ ফোরে, জিতিয়েছিলেন উয়েফা কনফারেন্স লিগও। কিন্তু বছরটি শেষ হলো সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়। ডিসেম্বরে সাত লিগ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে ব্লুজ। গত মাসে ছয় ম্যাচে মাত্র ছয় পয়েন্ট—ফলে শিরোপা প্রতিযোগিতা থেকে ১৫ পয়েন্ট দূরে সরে যায় দলটি। তবে শুধু মাঠের ফল নয়, মাঠের বাইরের সম্পর্কের জটিলতা এবং বোর্ডের সঙ্গে দূরত্বও শেষ পর্যন্ত বড় ভূমিকা রেখেছে বিচ্ছেদে। চেলসির এক বিবৃতিতে বলা হয়, ‘চ্যাম্পিয়ন্স লিগের জায়গা ও একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা সামনে রেখে মৌসুমকে নতুনভাবে টেনে তোলার জন্য এ সিদ্ধান্তই সেরা মনে করেছে দুই পক্ষ।’ মারেস্কার বিদায়ের পেছনে রয়েছ
ইংলিশ প্রিমিয়ার লিগ বছরের প্রথম দিনই হাজির হলো এক অঘটন নিয়ে। মৌসুমের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই ইংলিশ জায়ান্ট চেলসির কোচের পদ ছাড়লেন দলটিকে ক্লাব বিশ্বকাপ জেতানো কোচ এনজো মারেস্কা। লিগ টেবিলে দল যখন পঞ্চম স্থানে এবং মৌসুমের গুরুত্বপূর্ণ সময় সামনে—ঠিক তখনই ক্লাবের সঙ্গে পারস্পরিক সমঝোতায় দায়িত্ব ছাড়লেন এই ইতালিয়ান কোচ।
৪৫ বছর বয়সী মারেস্কা মাত্র ছয় মাস আগেই ক্লাব বিশ্বকাপ জিতিয়েছিলেন চেলসিকে। পাশাপাশি গত মৌসুমে নিয়ে গিয়েছিলেন টপ ফোরে, জিতিয়েছিলেন উয়েফা কনফারেন্স লিগও। কিন্তু বছরটি শেষ হলো সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়।
ডিসেম্বরে সাত লিগ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে ব্লুজ। গত মাসে ছয় ম্যাচে মাত্র ছয় পয়েন্ট—ফলে শিরোপা প্রতিযোগিতা থেকে ১৫ পয়েন্ট দূরে সরে যায় দলটি। তবে শুধু মাঠের ফল নয়, মাঠের বাইরের সম্পর্কের জটিলতা এবং বোর্ডের সঙ্গে দূরত্বও শেষ পর্যন্ত বড় ভূমিকা রেখেছে বিচ্ছেদে।
চেলসির এক বিবৃতিতে বলা হয়, ‘চ্যাম্পিয়ন্স লিগের জায়গা ও একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা সামনে রেখে মৌসুমকে নতুনভাবে টেনে তোলার জন্য এ সিদ্ধান্তই সেরা মনে করেছে দুই পক্ষ।’
মারেস্কার বিদায়ের পেছনে রয়েছে কিছু উল্লেখযোগ্য ঘটনাও।
বোর্ডের অনুমতি ছাড়া স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ, ব্যক্তিগত বই প্রকাশের পরিকল্পনা, নতুন সেন্টার ব্যাক না কেনা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ—সব মিলিয়ে ক্লাব ব্যবস্থাপনার সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছিল তার। এ ছাড়া দলের খেলোয়াড় বাছাই ও প্রত্যাশা ব্যবস্থাপনা নিয়েও দুই পক্ষের অবস্থান এক হয়নি বলে জানা গেছে।
বোর্নমাউথের বিপক্ষে শেষ ম্যাচের পর সংবাদমাধ্যমের সামনে না আসা, নিউ ইয়ারের সংক্ষিপ্ত ভিডিওতেও তার অনুপস্থিতি—সবই ইঙ্গিত দিচ্ছিল সম্পর্কের টানাপোড়েন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শেষ পর্যন্ত সেটির আনুষ্ঠানিক নিশ্চিতি এলো বিদায়ের মাধ্যমে।
চেলসির সামনে এখন কঠিন সূচি—ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও নাপোলির মতো ম্যাচ অপেক্ষা করছে। নতুন কোচের দায়িত্বে কে আসবেন তা এখনো নিশ্চিত না হলেও, নীল নৌকার সামনে নতুন এক অধ্যায় শুরু হওয়ার অপেক্ষা।
What's Your Reaction?