চাকরি দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 

1 month ago 24

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতেদুই ক্যাটাগরির পদে ৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

১. পদের নাম : অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইন্টেন্যান্স)

পদসংখ্যা : ৪০টি

যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ এবং চতুর্থ বিষয় ছাড়া সব বিষয়ে এ+ (গ্রেড পয়েন্ট ৫.০০) থাকতে হবে। অথবা ‘ও’ এবং ‘এ’ লেভেলের সব বিষয়ে গড়ে ‘এ’ থাকতে হবে। কম্পিউটারবিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বয়স : ২১ নভেম্বর ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

বেতন–ভাতা : অ্যাপ্রেন্টিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে (বিএটিসি) বি১.১ (এয়ারক্র্যাফট টারবাইন)/বি২ (অ্যাভিওনিক্স) কোর্স (তত্ত্বীয় এবং ব্যবহারিক) সফলভাবে সম্পন্ন করতে হবে। কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীরা বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ড প্রাপ্য হবেন। কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীদের পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং হ্যাঙ্গারে বেতন বিভাগ-৩ টেকের অর্ন্তভূক্ত এয়ারক্র্যাফট মেকানিক হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন। বেতন স্কেল হবে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।

২. পদের নাম : এয়ারক্র্যাফট মেকানিক (শপ)

পদসংখ্যা : ১৫টি

যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫–এর মধ্যে ৩.৫ থাকতে হবে। অথবা ‘ও’ লেভেলের সব বিষয়ে গড়ে ‘ডি’ থাকতে হবে। সিজিপিএ ৪–এর মধ্যে ৩.০–সহ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত অ্যারোস্পেস/অ্যাভিওনিক্স/অ্যারোনটিক্যাল/এয়ারক্র্যাফট মেইনটেন্যান্সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। কম্পিউটারবিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বয়স : ২১ নভেম্বর ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল : ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনক তিন বছর চুক্তিভিক্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্তীকরণ করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৩৩৫ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় : ১১ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

Read Entire Article