চাকরি পেলেন আন্দোলনে শহীদ সাজ্জাদের বাবা

2 months ago 29

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেন চাকরি পেলেন সৈয়দপুর পৌরসভায়। তাকে সৈয়দপুর পৌরসভার মসজিদে ইমাম পদে চাকরি দিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নূর ই আলম সিদ্দিকী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) শহীদ সাজ্জাদের বাবা আলমগীর হোসেন তার কর্মস্থলে যোগদান করেন। 

ইউএনও নুর ই আলম সিদ্দিকী বলেন, ২৪-এর গণআন্দোলনের কারণে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। আর এর কৃতিত্ব ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতরা। তাদেরই একজন সৈয়দপুরের সন্তান সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ সাজ্জাদ হোসেন। তিনি গুলিবিদ্ধ হয়ে সাভারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। তার পরিবারের উপার্জনের ব্যবস্থা করে দিতে তার বাবাকে মসজিদে ইমাম পদে চাকরি দেওয়া হয়েছে।

শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেন বলেন, স্ত্রী, দুই মেয়ে আর ছেলের বউকে নিয়ে খুবই কষ্টে ছিলাম। পৌর প্রশাসক চাকরিটি দেওয়ায় খুবই উপকৃত হলাম। তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।

Read Entire Article