চাকরি ফিরে পেলেন জবি শিক্ষক নাসির উদ্দিন

2 months ago 22

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে পুনর্বহাল করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালের ১১ আগস্ট থেকে ইংরেজি বিভাগে পুনর্বহাল করা হলো।

চাকরিতে পুনর্বহাল সম্পর্কে সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ বলেন, ‘আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে আমার যোগদান করার কথা এক বছর আগেই। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এটা বিলম্ব হয়েছে। আমার সামাজিক অবস্থানের কারণে আমাকে হেয় করা হয়েছে। মীজান সাহেবের (জবির সাবেক উপাচার্য ড. মীজানুর রহমান) অনৈতিকভাবে করা সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। তবে আমাকে বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের থেকে আলাদা করতে পারেনি।’

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘নাসির স্যারকে যে কারণে বরখাস্ত করা হয়েছিল সেটি বৈজ্ঞানিকভাবে যাচাই-বাছাই করা হয়নি। এটা অন্যায় হয়েছিল। আমাদের এখানে এখনো প্ল্যাজিয়ারিজম ((স্ব-চুরি) নীতিমালা নেই।

আরএএস/কেএসআর/জিকেএস

Read Entire Article