চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পাঁচ দফা দাবি

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ পাঁচ দফা দাবি জানিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এসময় সংগঠনের সদস্যসচিব মো. আলিফ হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য, পদ শূন্য থাকা সত্ত্বেও নিয়োগ না হওয়া ও কোটা নীতি সঠিকভাবে বাস্তবায়ন না করার কারণে প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। আলিফ হোসেন পাঁচ দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো- প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। তাদের জন্য বিশেষ নিয়োগের স্থায়ী ব্যবস্থা প্রণয়ন। এ ক্ষেত্রে প্রতি দুই বছর অন্তর প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী পদ চিহ্নিত করে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা। এ বিশেষ নিয়োগ প্রক্রিয়া হবে স্বতন্ত্র, স্বচ্ছ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান নিশ্চিত করার উপযোগী। এছাড়া, বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন, সমাজসেবা অধিদপ্তরের অধীন ব্রেইল পদ্ধত

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পাঁচ দফা দাবি

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ পাঁচ দফা দাবি জানিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

এসময় সংগঠনের সদস্যসচিব মো. আলিফ হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য, পদ শূন্য থাকা সত্ত্বেও নিয়োগ না হওয়া ও কোটা নীতি সঠিকভাবে বাস্তবায়ন না করার কারণে প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন।

আলিফ হোসেন পাঁচ দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো- প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। তাদের জন্য বিশেষ নিয়োগের স্থায়ী ব্যবস্থা প্রণয়ন। এ ক্ষেত্রে প্রতি দুই বছর অন্তর প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী পদ চিহ্নিত করে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা। এ বিশেষ নিয়োগ প্রক্রিয়া হবে স্বতন্ত্র, স্বচ্ছ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান নিশ্চিত করার উপযোগী।

এছাড়া, বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন, সমাজসেবা অধিদপ্তরের অধীন ব্রেইল পদ্ধতিতে পাঠদান সংক্রান্ত সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা কার্যক্রম ও পিএইচটি সেন্টারের শূন্য পদে দৃষ্টিপ্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের জন্য সংরক্ষণ করে নিয়োগের ব্যবস্থা এবং সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনযোগ্য বয়সসীমা ৩৫ বছর করা।

এফএআর/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow