চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

3 days ago 2

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন খসড়া ভোটার তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। 

অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমাদের খসড়া ভোটার তালিকা অনুযায়ী চাকসুর মোট ভোটার হয়েছেন ২৫ হাজার ৮৬৬ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৮৪১ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১৫ হাজার ২৫ জন। কিন্তু বিভাগগুলো থেকে অনেক সময় শিক্ষার্থীদের এলোমেলো সংখ্যা আসে। এজন্য আমরা একটি খসড়া তালিকা প্রকাশ করছি। 

তিনি আরও বলেন, আমাদের মোট ভোটার সংখ্যা ঠিক আছে তবে ছেলে শিক্ষার্থী ও মেয়ে শিক্ষার্থীদের সংখ্যাগত পরিবর্তন আসলে আসতেও পারে। আমরা পুনরায় পর্যালোচনা করে চূড়ান্ত তালিকা প্রকাশ করব।

এর আগে গত ২৮ আগস্ট বৃহস্পতিবার চাকসু ও হল সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। তপশিল অনুযায়ী (১ সেপ্টেম্বর) চাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। আগামী ১২ অক্টোবর (রোববার) অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন। 

উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচন হয়েছে চাকসুতে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

Read Entire Article