চাকসুতে মনোনয়ন পদ্ধতি বাতিল চায় ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট

2 months ago 12

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনায় মনোনয়ন পদ্ধতি বাতিল চায় ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট।

মঙ্গলবার (২৪ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চাকসু প্রস্তাবনা ও সংশোধনীগুলো পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদাধিকার বলে সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সভাপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে একজন কোষাধ্যক্ষ মনোনীত করবেন। সংসদের প্রতিটি নিয়মিত সদস্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচনে ভোটদানের এবং কমিটি সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকারী হবেন (সভাপতি ও কোষাধ্যক্ষ ব্যতীত)। এ প্রস্তাবের সংশোধনীতে বলা হয়, সমগ্র সংসদের সক পদ নির্বাচনের মাধ্যমে পূর্ণ সংসদ গঠিত হবে এবং পদাধিকার/মনোনয়ন পদ্ধতি বাতিল করতে হবে।

চাকসু গঠনতন্ত্রের কার্যাবলী অংশের প্রস্তাবনায় নেতৃবৃন্দ বলেন, চাকসু শিক্ষার্থীদের অধিকার, চাহিদা, দাবি ও সমস্যাগুলো প্রশাসন এবং শিক্ষকমণ্ডলির নিকট উপস্থাপন করবে এবং প্রতিটি প্রস্তাবনা পেশ ও বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিকট স্বচ্ছতা বজায় রাখবে। চাকসু বিশ্ববিদ্যালয় ও ছাত্র সংসদকে দলীয়করণ হওয়া থেকে রক্ষা করবে এবং অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা নিশ্চিত করবে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, চাকসু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কার্যকরী ও যথোপযুক্ত মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষার্থীদের বিজ্ঞান-গবেষণার বিকাশ ঘটাতে বছরে অন্তত একবার জার্নাল, গবেষণামূলক সাময়িকী, সৃজনশীল লিখনিমূলক সাময়িকী প্রকাশ করবে এবং চাকসুর কার্যকরী কমিটির সংস্কার প্রস্তাবনায় তুলে ধরেন, চাকসুর সভাপতি ছাত্রদের থেকে নির্বাচিত হতে হবে যেহেতু চাকসু একটি ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় এ সংসদের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন বলে উল্লেখ করা হয়। এছাড়াও চাকসু পদাধিকার সংশোধনী নিয়ে নেতৃবৃন্দ বলেন, সমগ্র সংসদের সকল পদ নির্বাচনের মাধ্যমে পূর্ণ সংসদ গঠিত হবে। পদাধিকার/মনোনয়ন পদ্ধতি বাতিল করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চবি শাখা ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি জুয়েনা সুলতানা, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আরিফুল হক, সহ-সভাপতি রেশমা আক্তার, সহ-সাধারণ সম্পাদক মো. মিজান, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সাকিব, অর্থ সম্পাদক জুনায়েদ শিবলী, গাজী সাকিব, তাহসিন ও সুজা।

আরএইচ/এমএস

Read Entire Article