চানপুরে ইকরা নূরানী মাদরাসার শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চানপুর এলাকায় ইকরা নূরানী মাদরাসার শুভ উদ্বোধন উপলক্ষে কুরআন ও হাদীস শিক্ষার গুরুত্ব বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আখাউড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হোসেন সুমন। প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া শহিদীয়া বেহাইর মাদরাসার প্রিন্সিপাল মুফতি মুফিজুর রহমান আসাদী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আজিজুল ইসলাম জুয়েল,টিপু মিয়া,আবেদ আলী,কাজী এখলাছ প্রমূখ। আলোচকরা কুরআন ও সহীহ হাদীসের আলোকে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা, নৈতিক চরিত্র গঠন এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুফতি ইবরাহীম হোসাইন, প্রিন্সিপাল, ইকরা নূরানী মাদরাসা। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কাম

চানপুরে ইকরা নূরানী মাদরাসার শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চানপুর এলাকায় ইকরা নূরানী মাদরাসার শুভ উদ্বোধন উপলক্ষে কুরআন ও হাদীস শিক্ষার গুরুত্ব বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আখাউড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হোসেন সুমন।

প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া শহিদীয়া বেহাইর মাদরাসার প্রিন্সিপাল মুফতি মুফিজুর রহমান আসাদী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আজিজুল ইসলাম জুয়েল,টিপু মিয়া,আবেদ আলী,কাজী এখলাছ প্রমূখ।

আলোচকরা কুরআন ও সহীহ হাদীসের আলোকে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা, নৈতিক চরিত্র গঠন এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুফতি ইবরাহীম হোসাইন, প্রিন্সিপাল, ইকরা নূরানী মাদরাসা।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow