চামড়া নিয়ে অরাজকতা ঠেকাতে কঠোর অবস্থানে চসিক

3 months ago 8
কোরবানির চামড়া নিয়ে যাতে বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার (২১ মে) চট্টগ্রাম নগরভবনে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। মেয়র বলেন, কোরবানির হাট নিয়ে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিছু অসাধু ব্যবসায়ী নগরের বাইরের চামড়া এনে কৃত্রিমভাবে দাম কমানোর চেষ্টা করে। এতে অনেক সময় চামড়া বিক্রি না হয়ে পড়ে থাকে। এতে করে পরিবেশ দূষিত হয়, নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়। তিনি আরও বলেন, নগরে বাইরের চামড়া ঢোকা ঠেকানো গেলে এখানকার কোরবানিদাতারা ন্যায্য দামে চামড়া বিক্রি করতে পারবেন। এতে অবিক্রিত চামড়ার পরিমাণ কমবে, পরিবেশও রক্ষা পাবে। চামড়া নিয়ে এই অনিয়ম ঠেকাতে জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং রাজনৈতিক নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান মেয়র। চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, কোরবানির দিন নগর পরিচ্ছন্ন রাখতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যানবাহন ও সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি কর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে। সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চামড়া ব্যবসায়ী প্রতিনিধি, জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, সিএমপি, বিসিকসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Read Entire Article