মেঘলা আকাশ আর চারপাশে জলরাশি। যতদূর চোখ যায় দেখে মনে হতে পারে শরতের আকশটা দূরে গিয়ে মিলেছে জলরাশির সঙ্গে। আর একটু একটু দুরুত্বে দাঁড়িয়ে আছে পানসি নৌকা। ঘড়ির কাঁটা বেলা ৩টায় পৌঁছাতেই হঠাৎ ছলাৎ ছলাৎ শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। পানসি নৌকা, বৈঠা আর জলরাশির সুর মিলিয়ে তৈরি হচ্ছে এই ছন্দ।
করতালি, বাঁশি আর উল্লাসে সেই সেই ছন্দে তাল মেলাচ্ছে দুই পাড়ের লাখো মানুষ। প্রায় ৪০ বছর পর চলনবিল ঘিরে এমন... বিস্তারিত