চার বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় দাদিকে কুপিয়ে হত্যা

2 hours ago 5

ময়মনসিংহের ফুলপুরে চার বছরের নাতনিকে ধর্ষণের প্রতিবাদ করায় বৃদ্ধা দাদিকে কুপিয়ে গুরুতর আহত করেছেন ধর্ষক আবুয়া রবি দাস। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আহত বৃদ্ধার মৃত্যু হয়। এদিকে পুলিশ আবুয়া রবিদাসকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২২ অক্টোবর) ভোরে মারা যান বৃদ্ধা। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

গ্রেপ্তার আবুয়া রবি দাস (২৭) ফুলপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের আমুয়াকান্দা মুচি বাড়ির কাচ্চু রবি দাসের ছেলে।

জানা যায়, ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা এলাকায় খাদ্যগুদামের পাশে মুচি সম্প্রদায়ের লোকজন বসবাস করেন। গত সোমবার রাত ৯টার দিকে শ্যামাপূজার অনুষ্ঠান চলছিল মুচি পাড়ায়। ওই সময় পাড়ার বাসিন্দা আবুয়া রবি দাস চার বছরের এক শিশুকে খেলনা কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশে নির্জন একটি স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করতে থাকে। 

এ সময় সমস্ত ঘটনা জানালে শিশুটির বৃদ্ধা দাদি অভিযুক্তের কাছে গিয়ে প্রতিবাদ জানান। তখন ধর্ষক আবুয়া রবি দাস শিশুর দাদিকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দাদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

অবস্থা গুরুতর হওয়ায় বৃদ্ধাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। সেখানে বৃদ্ধার অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে পাঠানোর প্রয়োজন হয়। কিন্তু সেখানে আইসিইউ সংকটে বৃদ্ধাকে ফের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফেরত নিয়ে আসা হচ্ছিল৷ কিন্তু পথিমধ্যেই বুধবার ভোর ৪টার দিকে বৃদ্ধার মৃত্যু হয়।

এদিকে ধর্ষণের শিকার শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবিএম মোশারফ হোসেন কালবেলাকে বলেন, মুচি সম্প্রদায়ের শিশুকে ধর্ষণের প্রতিবাদ করায় আবুয়া রবি দাস শিশুটির দাদিকে মাথায় কুপিয়ে পালিয়ে যায়। আমাদের এলাকায় এমন ঘটনা আগে কখনো দেখিনি। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি কালবেলাকে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

Read Entire Article