ঢাকাসহ দেশের চার বিভাগের জন্য ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী রোববার (২৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা বেশি) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়, ১১৫ মিলিমিটার। এ ছাড়া পটুয়াখালীর খেপুপাড়ায় ৭৬ মিলিমিটার, খুলনার কয়রায় ৫৮ মিলিমিটার এবং লক্ষ্মীপুরের রামগতিতে ৫২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। ঢাকায় এ সময় ১৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।