চার মাসের কার্যক্রম তুলে ধরলো জাকসু

দায়িত্ব গ্রহণের প্রথম চার মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) যেসব কার্যক্রম বাস্তবায়ন করেছে সেগুলোর বিস্তারিত তুলে ধরেছে জাকসু। সঙ্গে জাকসুর নেতাকর্মীদের জবাবদিহিতা ও তথ্যপ্রবাহ আরও শক্তিশালী করতে উদ্বোধন করা হয় জাকসুর নিজস্ব ওয়েবসাইট। বুধবার (২৮ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু জাকসুর চার মাসের কার্যক্রম তুলে ধরেন। এসময় জাকসু জিএস মাজহারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতে ছিলেন । সংবাদ সম্মেলনে জানানো হয়, চার মাসে জাকসু শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, পরিবেশ, সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করেছে। একই সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। কার্যক্রমের শুরুতে জাকসুর পক্ষ থেকে স্মৃতিসৌধ, ‘অদম্য ২৪’ ও প্রয়াত জিএসের কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া শহীদ আবরার ফাহাদের স্মরণে ৮ অক্টোবর ২০২৫ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আবাসন ও পরিবহন ব্যবস্থাপনায় উদ্যোগের মধ্যে রয

চার মাসের কার্যক্রম তুলে ধরলো জাকসু

দায়িত্ব গ্রহণের প্রথম চার মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) যেসব কার্যক্রম বাস্তবায়ন করেছে সেগুলোর বিস্তারিত তুলে ধরেছে জাকসু। সঙ্গে জাকসুর নেতাকর্মীদের জবাবদিহিতা ও তথ্যপ্রবাহ আরও শক্তিশালী করতে উদ্বোধন করা হয় জাকসুর নিজস্ব ওয়েবসাইট।

বুধবার (২৮ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু জাকসুর চার মাসের কার্যক্রম তুলে ধরেন। এসময় জাকসু জিএস মাজহারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতে ছিলেন ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চার মাসে জাকসু শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, পরিবেশ, সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করেছে। একই সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

কার্যক্রমের শুরুতে জাকসুর পক্ষ থেকে স্মৃতিসৌধ, ‘অদম্য ২৪’ ও প্রয়াত জিএসের কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া শহীদ আবরার ফাহাদের স্মরণে ৮ অক্টোবর ২০২৫ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

আবাসন ও পরিবহন ব্যবস্থাপনায় উদ্যোগের মধ্যে রয়েছে, নতুন ভর্তি হওয়া ৫৪তম ব্যাচের ১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থীর আবাসন ব্যবস্থাপনা নিয়ে জাকসু ও হল সংসদসমূহের যৌথ বৈঠক, ক্যাম্পাসে চলমান ৮টি কার্টের সঙ্গে আরও ১০টি নতুন কার্ট সংযুক্তি ও রুট নির্ধারণ, পূজার ছুটিতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিভাগীয় শহর ময়মনসিংহে বাস সার্ভিস চালু করা, এছাড়া ৪৯তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পাঁচটি বাসের ব্যবস্থা এবং বহুল আকাঙ্ক্ষিত ঢাকা-ক্যাম্পাস রাত ১০টার বাস সার্ভিস চালু করা হয়েছে

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা উদ্যোগের মধ্যে প্রান্তিক, ডেইরি ও এমএইচ গেটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবিতে জাকসু ও প্রো-ভিসি (প্রশাসন)-এর মধ্যে বৈঠক। র‍্যাগিং প্রতিরোধে এন্টি-র‍্যাগিং সেল গঠন করা। ক্যাম্পাসসংলগ্ন সড়কে নিরাপত্তা নিশ্চিতে ডেইরি গেট থেকে প্রান্তিক গেট পর্যন্ত ‘হর্ণ বাজানো নিষেধ’ সাইনবোর্ড স্থাপন, স্পিডব্রেকার রং ও সংস্কার, ফুটপাত ও পার্কিং লেন নির্মাণসহ একাধিক অবকাঠামোগত উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক উদ্যোগের মধ্যে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ওজন মাপার যন্ত্র ও নেবুলাইজার সংযুক্ত করা এবং মেডিকেল ম্যানেজমেন্ট ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়। পরিবেশ ও প্রাণ-প্রকৃতি বিষয়ক সম্পাদকের তত্ত্বাবধানে ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রম, প্রায় ২০টি আবর্জনার স্তূপ পরিষ্কার এবং ক্যাম্পাসে ৪০টি স্থায়ী ডাস্টবিন স্থাপন করা হয়। পথের প্রাণের সহযোগিতায় ক্যাম্পাসের বিড়াল ও কুকুরদের জন্য 'ফ্রি ভ্যাকসিন ক্যাম্পেইন ফর ক্যাটস অ্যান্ড ডগস' আয়োজন করা হয়।

সাংস্কৃতিক, ক্রীড়া ও সচেতনতামূলক কার্যক্রমের মধ্যে শহীদ আবরার ফাহাদের স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী, বটতলার খাবারে ঢাকনা ব্যবহার নিশ্চিতকরণ এবং বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার আয়োজন করা হয়। এছাড়া আন্তঃহল শর্টপিচ টুর্নামেন্ট, ফ্রেন্ডলি বাস্কেটবল ও ক্রিকেট ম্যাচ, ই-ফুটবল টুর্নামেন্ট এবং বিকেএসপির সঙ্গে ক্রীড়াঙ্গনের উন্নয়ন বিষয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে অবস্থানের মধ্যে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ, গাজীপুর ও বিইউপির নারী শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় নিন্দা, তিস্তার ন্যায্য পানির দাবিতে রংপুরে শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি এবং বেসরকারি শিক্ষকদের আন্দোলনে জাকসুর সংহতি প্রকাশ করা হয়।

ভর্তি সহায়তা ও ক্যারিয়ার কার্যক্রম ভর্তি পরীক্ষাকে সামনে রেখে গতবছরের ২১–২৭ ডিসেম্বর ভর্তি তথ্যসেবা কেন্দ্র পরিচালনা করা হয়। এতে আবাসন সহায়তা, অভিভাবকদের বসার স্থান, ইমার্জেন্সি মেডিসিন ও বাইক রাইড, ব্রেস্টফিডিং কর্নারসহ নানা সেবা দেওয়া হয়। এছাড়া 'ক্যারিয়ার পাথ অ্যান্ড হায়ার এডুকেশন এক্সপো’ আয়োজনের মাধ্যমে প্রায় ২ হাজার শিক্ষার্থী সেবা গ্রহণ করে।

জাকসুর চলমান ও পরিকল্পনাধীন কর্মসূচির মধ্যে রয়েছে, মেহফিল ই ইনকিলাব, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এক্সপো, এআই ইন্টেলিজেন্স ও প্রেজেন্টেশন স্কিল ওয়ার্কশপ, স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ, বাস ট্র্যাকিং অ্যাপ, মেডিকেল সেন্টার রিনোভেশন, কেন্দ্রীয় মসজিদ সংস্কার, গবেষণা বাজেট বৃদ্ধি এবং একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন।

মো. রকিব হাসান প্রান্ত/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow