চারদিনে সোনালী পেপারের দাম কমলো ৯১ কোটি টাকা

1 month ago 17

গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এমন বাজারে বিপরীত পথে হেঁটেছে কিছু প্রতিষ্ঠান। দাম বাড়ার বদলে এসব কোম্পানির শেয়ার দাম সপ্তাহজুড়ে কমেছে। দাম কমার এ তালিকায় নেতৃত্ব দিয়েছে সোনালী পেপার। সপ্তাজুড়ে দাম কমায় চারদিনেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে ৯১ কোটি টাকার ওপরে কমে গেছে।

বিনিয়োগকারীদের বড় অংশই এই প্রতিষ্ঠানের শেয়ার কিনতে খুব একটা আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের এই প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৩ দশমিক ৮৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ২৭ টাকা ৯০ পয়সা। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে কমেছে ৯১ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ১৭২ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ২০০ টাকা ৮০ পয়সা।

শেয়ার দামে এমন পতন হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের সাড়ে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে কোম্পানিটি ২০২২ সালে ৪০ শতাংশ নগদ, ২০২১ সালে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার, ২০২০ সালে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি।

২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩২ কোটি ৯৪ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ১৮৮টি। এর মধ্যে ৬৭ দশমিক ৫১ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৩৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ১৪ শতাংশ শেয়ার আছে।

সোনালী পেপারের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল শাহজিবাজার পাওয়ার। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৯ দশমিক ৯২ শতাংশ। ৯ দশমিক ৭৭ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা ন্যশনাল ব্যাংকের ৯ দশমিক ৭৬ শতাংশ, ম্যারিকো বাংলাদেশের ৯ দশমিক ১৯ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৭ দশমিক ২৫ শতাংশ, জুট স্পিনার্সের ৭ দশমিক ২১ শতাংশ, ইসলামীক ফাইন্যান্সের ৬ দশমিক ৪১ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৬ দশমিক ৩৩ শতংশ এবং তমিজউদ্দিন টেক্সটাইলের ৬ শতাংশ দাম কমেছে।

এমএএস/ইএ/জেআইএম

Read Entire Article