চালক-হেলপারকে বেঁধে ট্রাকসহ ২০ লাখ টাকার তেল ছিনতাই

2 months ago 7

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকসহ প্রায় ২০ লাখ টাকার ৬০ ড্রাম সয়াবিন তেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে হাত-পা বেঁধে মারধর করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২৯ মে) রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম কালবেলাকে  জানান, আহত ট্রাকচালক নওগাঁ সদর উপজেলার আলামিন ও তার সহকারী টিটুকে উদ্ধার করা হয়েছে। ট্রাকের মালিক থানায় এসেছিলেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

ট্রাকের মালিকের বরাতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার আয়াত এন্টারপ্রাইজের দুটি ট্রাক সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশে রওনা হয়। ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরে একটি ওভার ব্রিজে উঠলে রাত ৩টার দিকে একদল লোক ট্রাকটির গতিরোধ করে এবং চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নেয়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকচালক ও হেলপারকে মারধর করে আহত অবস্থায় ব্রিজের অদূরে ফেলে রেখে যায়। এরপর সাড়ে ৪টার দিকে টহলরত পুলিশ আহত অবস্থায় তাদের দেখে উদ্ধার করে। বিষয়টি ট্রাক মালিককে জানান তারা।

ট্রাকের মালিক সনি জানান, ট্রাকে ৬০টি ড্রামে ১১ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল রয়েছে, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

Read Entire Article