চালককে ওয়াশরুমে রেখে প্রাইভেটকার নিয়ে ছুটছিলেন তিন বন্ধু
চালককে ফাঁকি দিয়ে এক্সপ্রেসওয়েতে বেপরোয়া প্রাইভেটকার নিয়ে ছুটছিলেন যাত্রী। অনভিজ্ঞ চালকের হাতে কিছুদূর যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে সজোরে ধাক্কা লেগে উল্টে যায় গাড়ি। এতে দিনের শুরুতেই সড়কে প্রাণ ঝরে স্বামী-স্ত্রীসহ তিনজনের। গুরুতর আহত হয় আরও একজন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দোহারের সাইনপুকুর এলাকার আব্দুর রহিম ভূইয়ার ছেলে তানভীর আহমেদ তানজিল (২৭), রাজধানীর উত্তর বাড্ডা এলাকার আরজু মিয়ার ছেলে মো. আরমান হোসেন ও আরমানের স্ত্রী রাইসা। আহত হয়েছে মো. রবিন নামের এক যুবক।
জানা গেছে, ভাড়া করা একটি প্রাইভেটকার নিয়ে তানজিল, আরমান তার স্ত্রীসহ চারজন বন্ধু মিলে ঢাকায় হারিতঝিলে বুধবার রাতে বেড়াতে আসে। পরে গভীর রাতে মাওয়ায় বেড়াতে যান তারা। ভোরে ঢাকা ফিরে যাওয়ার সময় ঘটে বিপত্তি। প্রাইভেটকারের চালক যাত্রীদের গাড়িতে রেখে ওয়াশরুমে যান। সে সুযোগে আরমানের বন্ধু তানজিল চালককে ফাঁকি দিয়ে প্রাইভেটকার নিয়ে ছুটতে থাকেন। কিছুদূর যেতেই নিয়ন্ত্রণ হারান তিনি। সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারটি উল্টে যায়। এতে আরমান ও তানজিল ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত হয় আরমানের স্ত্রী রাইসা ও আরেক বন্ধু রবিন। শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাইসাকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।
প্রাইভেটকারের প্রকৃত চালক মোহাম্মদ মন্টু মিয়া বলেন, বুধবার রাতে দোহার থেকে ঢাকায় চারজন ঘুরে রাতে মাওয়ায় এসে খাওয়া-দাওয়া করে। আজ সকাল ৬টার দিকে ঢাকায় ফেরার পথে এসি ও গাড়িতে চাবি রেখে ওয়াশরুমে যাই। ৫ মিনিট পর এসে দেখি গাড়ি নেই। গাড়ির মালিককে ফোন করে বিষয়টি জানাই। কিছুক্ষণ পর মালিক আমাকে ফোন করে জানায়, গাড়ি এক্সিডেন্ট করেছে। আমার মনে হয় তারা গাড়ি চুরি করে নেওয়ার জন্যই গাড়ি চালিয়ে গেছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, প্রাইভেটকারটি মাওয়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে উলটে যায়। এতে প্রাইভেটকারে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও দুজন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অপর আহতকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি ওসি আবু নাঈম ছিদ্দিক বলেন, নিহতদের মরদেহ বর্তমানে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও বলেন, অতিউৎসাহী মনোভাব ও অদক্ষ চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।