চালককে হত্যা করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

3 weeks ago 19

দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে হত্যা করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার লোহারবন্দর এলাকার স্কুল পাড়ার একটি আমবাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহত চালকের নাম ভরত চন্দ্র দাস (৫৫)। তিনি উপজেলার কালুপাড়া পিটানীগাছা গ্রামের মৃত কালিদাস চন্দ্রের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভরত চন্দ্র গত সোমবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাননি। মঙ্গলবার সকালে কায়ছারুল নামে এক ব্যক্তি আমবাগানে লাশ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, ভরত চন্দ্রকে অন্য কোনো জায়গায় হত্যা করে পরে এখানে তার মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক কালবেলাকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভরত চন্দ্রকে হত্যা করে দুর্বৃত্তরা তার অটোভ্যান ছিনতাই করে নিয়ে গেছে। লাশ উদ্ধারের সময় গলায় চিহ্ন দেখা গেছে।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Read Entire Article