চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাই, চারজনের যাবজ্জীবন

3 months ago 8

ফরিদপুরে ইজিবাইকচালক ফারুক তালুকদার (৩৬) হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের চারজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে তাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রমের কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর একটার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত চার আসামি হলেন, রাজবাড়ীর খানখানাপুর গ্রামের আনিস মল্লিক, ঢেকিগাড়িয়া গ্রামের মো. শহীদ শেখ, বালিয়াডাঙ্গী গ্রামের মো. শাহজাহান শেখ ও বারুইপাড়া গ্রামের মো. শামীম ওরফে ভাগনে শামীম।

রায় ঘোষণার সময় আনিস মল্লিক ও মো. শহীদ শেখ আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি মো. শাজাহান শেখ ও মো. শামীম ওরফে ভাগনে শামিম পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ৬ মার্চ নিজ বাড়ি রাজবাড়ীর জেলার গোপ্ত মানিক গ্রামের বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন ফারুক তালুকদার। এরপর আসামিরা রাজবাড়ী থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা বলে তার ইজিবাইক ভাড়া করেন। পথিমধ্যে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ফতেপুর শ্মশানঘাট এলাকায় তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান।

ওই রাতেই স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে ইজিবাইক চালক ফারুকের স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। পরদিন ৭ মার্চ তার ভাই মো. হান্নান তালুকদার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ফরিদপুর কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বিশ্বাস বলেন, সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এন কে বি নয়ন/এফএ/এএসএম

Read Entire Article