সমাজে কয়েক দশক ধরিয়া এক অদ্ভুত বোধ ছড়াইয়া পড়িয়াছে-সৎ থাকিলে টিকিয়া থাকা যায় না। মানুষ যেন ইহাই সত্য বলিয়া মনে করিতেছে-জীবনযুদ্ধে জয়ী হইবার জন্য সোজা পথে চলা মানেই পরাজয়। ফলে 'চালাকি' এখন একপ্রকার জীবনদর্শন। যেইখানে যাহা পাওয়া যায়, লইয়া ফেলো-এই নীতিই আধুনিক সাফল্যের সূত্র বলিয়া মনে করা হইতেছে। অথচ এই 'চালাকির সংস্কৃতি'ই আমাদের জাতিসত্তাকে নিঃশেষ করিতেছে নিঃশব্দে।
চালাকি ও প্রজ্ঞার পার্থক্য অনেক... বিস্তারিত