ভারতে পাচারকালে সোয়া কোটি টাকার চিংড়ির রেণু জব্দ করেছে বিজিবি। তবে অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান।
বুধবার (২৮ মে) দুপুরে ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মঙ্গলবার দিনগত রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। টের পেয়ে চোরাকারবারিরা মাছের একটি ট্রাক ফেলে পালিয়ে যান।
এ সময় ট্রাকটি তল্লাশি করে এক কোটি ২০ হাজার টাকা মূল্যের চিংড়ির রেণু জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে জব্দ রেণুগুলো কাস্টমসে জমা করা হবে।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস

4 months ago
75









English (US) ·