চিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনে স্বতন্ত্র নীতিমালার দাবি

3 hours ago 4

চিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর ইস্কাটনের অ্যাবাকাস কনভেনশন সেন্টারে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশ (ড্রেটাব) এর বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান (আবু)।

বক্তব্যে নেতারা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিরসনকল্পে অতীতে গৃহীত বিভিন্ন কার্যক্রম বর্ণনা করেন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেডিকেল ডিভাইসের জন্য স্বতন্ত্র আইন ও পৃথক বিধিমালা প্রণয়নের দাবিতে গত ২৩ জানুয়ারি ২০২৫ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। একই দাবিতে গত ২৮ জানুয়ারি স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। তার ফলস্রুতিতে ব্যবসায়ীদের দাবী অনুযায়ী স্বাস্থ্য সংস্কার কমিশন সময়োপযোগী সুপারিশমালা পেশ করেন। 

নেতারা বক্তব্যে ব্যবসায়ীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানানো হয়। জনস্বাস্থ্যের মত গুরুত্বপূর্ণ মহান সেবায় ভূমিকা পালনকারী সকল ব্যবসায়ীদের সর্বোচ্চ নৈতিকতার সঙ্গে জনগনকে সুলভে উন্নত মানসম্মত চিকিৎসা সামগ্রী সরববাহের জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।

Read Entire Article